Logo

সারাদেশ

গরু কেনা-বেচার টাকাকে কেন্দ্র করে যমুনার দুর্গম চরাঞ্চলে ব্যবসায়ী হত্যা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৫২

গরু কেনা-বেচার টাকাকে কেন্দ্র করে যমুনার দুর্গম চরাঞ্চলে ব্যবসায়ী হত্যা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে বুধবার (৫ নভেম্বর) ভোরে খোকা মিয়া নামে এক ব্যক্তি নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর গ্রামের ডাকুয়ার চরের বাসিন্দা খোকা মিয়া দীর্ঘদিন ধরে গরু কেনা-বেচার ব্যবসা করতেন। এতে তার সংসার ভালোই চলছিল।

কিন্তু একই এলাকায় গরু কেনার দালাল ও স্থানীয় দস্যুরা তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা খোকা মিয়ার কাছে ব্যবসার টাকার জন্য দাবী জানিয়ে আসছিল। নিহতের স্বজনরা মনে করেন, টাকার বিষয়কে কেন্দ্র করে শক্রতার কারণে খুনের ঘটনা ঘটতে পারে।

ঘটনার দিন মঙ্গলবার রাতে হাট থেকে গরু কেনা-বেচা করে খোকা মিয়া বাড়ি ফিরেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন।

বুধবার ভোরে একদল দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। ডাক শুনে দরজা খুলে বের হতেই তারা খোকা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্ত্রী ও সন্তানরা চিৎকার করলে তারা সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পূর্ব শক্রতার কারণে খোকা মিয়া তার প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশি তদন্ত চলছে। মামলা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে। খুনিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর