Logo

সারাদেশ

সরাইলে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ১৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৯

সরাইলে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ১৫

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে—সাত্তার ও এমদাদুল হক—দীর্ঘদিন ধরে জমি বিক্রি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। সম্প্রতি এমদাদুল হক তার অংশের একটি জমি ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে বিক্রি করেন। বিক্রয় চুক্তি সম্পন্ন হলেও অর্থ প্রদানের বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেয়। এমদাদুল টাকা চাইলে সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা পরিশোধ করা হবে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এর পরপরই উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ‘সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতে সংঘর্ষ এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রিমন খান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর