Logo

সারাদেশ

ফুলদীঘিতে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:০৬

ফুলদীঘিতে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধারে মরদেহটি পাওয়া যায়।

নিহত মোফাজ্জল হোসেন মোফা (৫২) শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোফাজ্জল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশার সন্ধান এখনও পাওয়া যায়নি। হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। তবে অটো ছিনতাই সম্পর্কিত কোনও ঘটনা এটি হতে পারে বলে মনে করা হচ্ছে না। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।’

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর