Logo

সারাদেশ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণ্যের উৎসব

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণ্যের উৎসব

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ উৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তারুণ্য হলো জাতির প্রাণশক্তি। তরুণদের সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হতে হবে। সরকার তরুণদের পাশে আছে, তোমরাই পারবে বাংলাদেশকে বদলে দিতে।’

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নজরুল ইসলাম সরকার, সাইফ উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে আত্মকর্মসংস্থানে সফল কয়েকজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া তহবিল হতে যুব উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের জন্য চেক বিতরণ করা হয়।

উৎসবে কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা অংশ নেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর