Logo

সারাদেশ

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:১৩

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষেই ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে।

নিহতরা হলেন – রয়েছেন ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম(৩৫), তার মা এবং শ্বাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪) এবং শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২)।

গুরুতর আহত হয়েছেন পরিবারের কর্তা এনামুল হক পাটোয়ারী (৪৫), তাঁর ছোট কন্যা ও এক শ্যালক। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এনামুল হক পাটোয়ারী চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। আহত দুজনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে মহাসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর কারণেই সংঘর্ষ ঘটেছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে, পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইমতিয়াজ মাহমুদ ইমন/আইএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর