Logo

সারাদেশ

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

যশোরের মণিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টা দিকে মণিরামপুর- ঝিকরগাছা সড়কের বাকোশপোল বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। তাদের বাড়ি উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী গ্রামে। নিহত রনজিত দাস উপজেলার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক। তার স্ত্রী পাপিয়া কুমার দাস পেশায় একজন জনস্বাস্থ্য কর্মী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রনজিত কুমার দাস হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসচ্ছিলেন। পথিমধ্যে সদর ইউনিয়নের বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন। থানা ওসি বাবলুর রহমান খান জানান, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


জাহাঙ্গীর আলম/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর