তিস্তায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা, স্থানীয়দের মাঝে আনন্দের আমেজ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:০৪
তিস্তা ব্যারেজে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার হাতছানি যেন শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত ৩ দিন থেকে মেঘমুক্ত আকাশে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা গেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিগন্ত জোড়া সাদা রূপালি চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে যোগ করেছে অন্য রকম আবেশ। আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকেই মানুষ ভিড় করছেন তিস্তা ব্যারেজ ও সানিয়াজান নদী এলাকায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন।
কাঞ্চনজঙ্ঘা ঘিরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কয়েকদিন ধরে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়েছে। ভারত-নেপালে না গিয়েই তিস্তা ব্যারেজ হতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় আনন্দিত স্থানীয় লোকজন।
কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট), যা এভারেস্ট ও কে-টু’র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তিস্তা ব্যারেজ থেকে দূরত্ব কাছে হওয়ায় আকাশ পরিষ্কার থাকলে ধরা দেয় অপরূপ সৌন্দর্যের মায়াবী কাঞ্চনজঙ্ঘা।
মেঘমুক্ত শীতের আকাশে এমন মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে খুব কম সময়ই। তবে প্রকৃতিপ্রেমীরা বলছেন, এই দৃশ্য পর্যটন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করবে।
রাহেবুল ইসলাম টিটুল/আইএইচ

