Logo

সারাদেশ

চাঁদপুরে বিএনপির প্রার্থী ঘোষণার পর নির্বাচনী আমেজ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

Icon

আলআমিন ভূঁইয়া, চাঁদপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৫০

চাঁদপুরে বিএনপির প্রার্থী ঘোষণার পর নির্বাচনী আমেজ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী ঘোষণার পর জেলায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রার্থী ঘোষণায় নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত। প্রার্থীরা এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন নানা কর্মসূচির মধ্য দিয়ে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানী মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

মিলন বলেন, ‘কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।’

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। জালাল উদ্দিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই মনোনয়ন আমার নয়, এটি চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শ আমাদের ধারণ ও লালন করতে হবে। সদর ও পৌরসভায় ৪ লাখ ১৫ হাজার ভোটার রয়েছেন—জয়-পরাজয় আপনাদের হাতে। আজ থেকেই চূড়ান্ত প্রচারণা শুরু।’

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। তিনি দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন। তার আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে। তিনিও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও তার মনোনয়ন ঘোষণার খবর পেয়ে অনুসারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার পাঁচটি আসনেই কয়েক মাস আগে প্রার্থী ঘোষণা করেছে। এই দুই দলের প্রার্থীরাও মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপির প্রার্থী ঘোষণার পর পুরো জেলা জুড়েই এখন নির্বাচনী উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর