আলফাডাঙ্গায় বিএনপির কমিটিকে ‘আ.লীগ পুনর্বাসন’ আখ্যা দিয়ে একাংশের লাঠি মিছিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৪
ছবি : বাংলাদেশের খবর
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগপন্থি পুনর্বাসন কমিটি আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার লাঠি মিছিল করেছেন দলটির পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে থেকে লাঠি মিছিলটি বের হয়। পরে উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে নতুন কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা নাসিরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি বাতিল এবং নতুন করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান। বক্তারা নবগঠিত কমিটিকে ‘আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে গত ২৩ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপ পৃথকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দুজনই আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি নবগঠিত কমিটিতে শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
এমএইচএস

