ব্রিজের লোহার পাত চুরি নয়, কাজের প্রয়োজনে নেওয়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০২
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার খালের উপর নির্মাণাধীন ব্রিজের পুরাতন লোহার পাত অন্য স্থানে নেওয়াকে কেন্দ্র করে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে “চুরি” অভিযোগ ছড়িয়ে পড়লেও সরেজমিনে তদন্তে জানা গেছে, ঠিকাদারের নির্দেশেই ওই পাতগুলো কাজের প্রয়োজনে সাময়িকভাবে নেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর ধরে মোল্লাবাড়ি খালের ব্রিজটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। সম্প্রতি একই প্রকল্পের অন্য একটি ব্রিজের সেন্টারিং কাজে প্রয়োজন হওয়ায় মিস্ত্রি শ্রী নারোদ সিকদার পুরাতন তিনটি লোহার পাত অন্য স্থানে নিয়ে যান।
এ বিষয়ে মিস্ত্রি নারোদ সিকদার বলেন,‘আমি কোনো মালামাল চুরি করিনি। ঠিকাদার কবির হোসেনের নির্দেশে তিনটি লোহার পাত অন্য ব্রিজের কাজে নিয়েছি। কাজ শেষ হলে আবার মোল্লাবাড়ি ব্রিজের জায়গায় ফিরিয়ে আনা হবে।’
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ‘যখন নারোদ সিকদার পাতগুলো নিচ্ছিলেন, আমরা জানতে চাইলে তিনি বলেন এগুলো অন্য ব্রিজের কাজে কিছুদিনের জন্য নিচ্ছেন, পরে আবার এখানে ফিরিয়ে আনবেন।’
ঠিকাদার কবির হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার মিস্ত্রি আমার অনুমতি নিয়েই লোহার পাত নিয়েছে। এগুলো চুরি নয়, কাজের প্রয়োজনে নেওয়া হয়েছে। কাজ শেষে আগের স্থানে ফিরিয়ে আনা হবে।’
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেন যে মোল্লাবাড়ির খালের ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা দ্রুত ব্রিজটির নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।
মোঃ রফিকুল ইসলাম মাসুম

