মাছ খাওয়ায় বিড়ালকে গলা কেটে হত্যা, থানায় অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৫
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক নারীর বিরুদ্ধে বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিড়ালটির বুক চিড়ে নাড়ি-ভুড়ি বের করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামের খোকার মেয়ে বুলবুলি (২৬) নামের ওই নারী কয়েকদিন আগে বাড়িতে প্রবেশ করা বিড়ালটিকে প্রথমে ধরেছিলেন। পরদিন আবারও বিড়ালটি বাড়িতে আসলে তিনি বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
প্রতিবেশী শামছুন্নাহার মিনা জানান, একমাস আগে তিনি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছয়টি পোষা বিড়াল নিয়ে আসেন। নিহত বিড়ালটি তাদের সঙ্গে ছিল। বুলবুলি নামের ওই নারী ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। পরে বিষয়টি তিনি অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষোভ ও শাস্তির দাবি উঠেছে। বাংলাদেশের প্রাণিসম্পদ আইনে নির্দয় প্রাণী হত্যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ ধরনের মামলার কার্যকর বাস্তবায়ন খুবই সীমিত।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিড়ালটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাকিবুল হাসান/এমএইচএস

