শেরপুরে বিএনপির ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫২
শেরপুর জেলা বিএনপি ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুমোদনপ্রাপ্ত কমিটিগুলোর মধ্যে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব মো. শাহজাহান আকন্দকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. লুৎফর রহমানকে। ১০১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় শেরপুর জেলা বিএনপি।
অন্যদিকে, শ্রীবরদী উপজেলা বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. আব্দুর রহিম দুলাল এবং সদস্য সচিব হয়েছেন আবদুল্লাহ আল মামুন দুলাল।
কমিটি অনুমোদনের পর ঝিনাইগাতী উপজেলা বিএনপির নবনিযুক্ত সদস্যসচিব মো. লুৎফর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি। ধন্যবাদ ও অভিনন্দন জানাই শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক তিনবারের এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে। পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই আমাদের প্রতি আস্থা রাখার জন্য। আমরা মাঠে থেকে মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।’
অন্যদিকে আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ বলেন, ‘দল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে কাজ করবো। এখন সময় মানুষের মনে জায়গা করে নেওয়ার। আমরা চাই, আগামীর প্রতিটি পদক্ষেপ হোক দলের, দেশের ও জনগণের কল্যাণে।’
স্থানীয় রাজনীতিতে এই দুই উপজেলা কমিটি অনুমোদনকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
শান্ত শিফাত/এনএ

