বাংলাদেশের তাঁতশিল্পের প্রচার, প্রসার ও গবেষণায় নিবেদিত প্রতিষ্ঠান ‘কৈফিয়া’র উদ্যোগে ফরিদপুরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বিবি’র মেলা। ৬ থেকে ৮ নভেম্বর স্থানীয় অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩:৩০টায় মেলার উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল। তাঁত ও হস্তশিল্পনির্ভর এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫০ জন উদ্যোক্তা অংশ নেবেন। তারা উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত, হস্তশিল্প এবং সংস্কৃতির নানা রূপ।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলার মূল আকর্ষণ থাকবে ‘বিবি’র বিস্ময় বিবি’র গামছা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী। পাশাপাশি আয়োজনে ফরিদপুরের তরুণ প্রতিভাবান ও গুণীজনদের সম্মাননা দেওয়া হবে। মেলা চলবে ৬ নভেম্বর ৩:৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের তাঁতশিল্প ও হস্তশিল্পের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা। তিনদিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি হবে।
কৈফিয়া’র প্রতিষ্ঠাতা রওশন আরা বলেন, বাংলাদেশের তাঁতশিল্প শুধু ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। বিবি’র মেলা তাঁতশিল্পের ভবিষ্যৎ নিয়ে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করবে।
এমএইচএস

