Logo

সারাদেশ

বরগুনায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩০

বরগুনায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা শেষে ১ হাজার ৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সাবিহা রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা বলেন, সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিয়মিত সহায়তা দিচ্ছে। প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন।

কৃষিবিদ সাবিহা রহমান বলেন, রবি মৌসুমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খান নাঈম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর