Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৩

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে মাহাদী মোল্যা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সিকিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদী ওই গ্রামের শাহাবুল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাড়ির উঠানে খেলা করছিল মাহাদী। একপর্যায়ে পরিবারের অগোচরে সে বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মা শিলা বেগম পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয়রা দ্রুত এসে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবেই মারা গেছে। বিষয়টি তদন্তাধীন।’0

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে।

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর