Logo

সারাদেশ

লালমনিরহাটে তিস্তা রক্ষায় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ ফ্ল্যাশমব

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৫০

লালমনিরহাটে তিস্তা রক্ষায় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ ফ্ল্যাশমব

ছবি : বাংলাদেশের খবর

তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাটে তরুণদের সংগঠন জেন-জি আয়োজন করেছে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ফ্ল্যাশমব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকার ঢাকা–লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ফ্ল্যাশমব সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ—তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, জেলে, কৃষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তারা একযোগে নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন তিস্তা নদীভাঙনের করুণ বাস্তবতা—কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার জীবন ও সংস্কৃতি বিপর্যস্ত হচ্ছে।

পুরো আয়োজন জুড়ে প্রতিধ্বনিত হয়েছে স্লোগান : ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই!’
জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের সদস্যরাও ফ্ল্যাশমবে অংশ নেন। তারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর