Logo

সারাদেশ

ঝিনাইদহে কলেজ শিক্ষিকার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

ঝিনাইদহে কলেজ শিক্ষিকার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে অস্বাস্থ্যকর অবস্থায় থাকায় নিজ উদ্যোগে পরিস্কার কার্যক্রম পরিচালনা করেছেন শাহানা পারভীন নামের এক কলেজ শিক্ষিকা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শাহানা পারভীন শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় হাসপাতালের সকল ওয়ার্ড, বাথরুম ও অন্যান্য অংশ পরিস্কার করেন।

শাহানা পারভীন বলেন, ‘কয়েক দিন আগে আমার কন্যাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। দেখলাম প্রতিটি ওয়ার্ড ও বাথরুম নোংরা এবং ব্যবহারের অনুপযোগী। রোগী ভালো হওয়ার বদলে বাড়ি জীবাণু নিয়ে ফিরবে। তাই আমি ২০ জন পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় হাসপাতাল পরিস্কার করছি। আশা করি অন্যান্য নাগরিকরাও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।’

রোগীর স্বজন ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্স সবসময় নোংরা থাকে। একজন শিক্ষিকা নিজ উদ্যোগে এটি পরিস্কার করছেন, যা সবচেয়ে মানবিক কাজ।’

চিকিৎসা নিতে আসা রেনজনা খাতুন বলেন, ‘হাসপাতালের সবকিছুই ব্যবহার অনুপযোগী ছিল। একজন শিক্ষিকা অনেক লোক নিয়ে এসে পরিস্কার করছেন, এখন আমাদের ভালো লাগছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ‘৫০ শয্যার এই কমপ্লেক্সে ৫ পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ২ জন কার্যত কর্মরত। প্রতিদিন ১০০–১৫০ রোগীর পদচারণায় অপরিস্কার হওয়া স্বাভাবিক। তাই শাহানা পারভীন বৃহস্পতিবার নিজ উদ্যোগে পুরো হাসপাতাল পরিস্কার করেছেন। আমি সকল নাগরিককে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।’

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর