Logo

সারাদেশ

খাগড়াছড়িতে গুণী শিক্ষক প্রমোদ রঞ্জন চাকমা সংবর্ধিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:০১

খাগড়াছড়িতে গুণী শিক্ষক প্রমোদ রঞ্জন চাকমা সংবর্ধিত

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী ও কিংবদন্তী গুণী শিক্ষক প্রমোদ রঞ্জন চাকমা ‘আলো’ এনজিও-এর আয়োজনে সংবর্ধনা পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের সম্মেলন কক্ষে শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে ‘আলো’ এনজিও-এর সভাপতি রবি শংকর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রমোদ রঞ্জন চাকমাকে সমাজ হিতৈষী ও কিংবদন্তী শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। খাগড়াছড়ির প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতি চারণ করেন।

তারা বলেন, ‘স্যার শুধু একজন ভালো শিক্ষক নন, ভালো লেখকও ছিলেন। তিনি নিজের জন্য কিছু রাখেননি, সব কিছু উজাড় করে শিক্ষার মান উন্নয়ন ও সমাজের উন্নয়নে কাজ করেছেন। নতুন প্রজন্মদেরও আমরা অনুরোধ করবো স্যারের আদর্শ অনুসরণ করার জন্য।’

এসময় খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, জেলা পরিষদের সদস্য লিটল মনি চাকমা, জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সমাজকর্মী ধীমান খীসা, আলো এনজিও-এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা সহ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর