Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:১৩

লক্ষ্মীপুরে ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক ইটভাটায় অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টা থেকে রামগতি উপজেলার চর আফজাল এলাকা থেকে অভিযান শুরু হয়।

দুপুর পর্যন্ত আমানত ইটভাটা ও জেসমিন সারোয়ারসহ তিনটি অবৈধ ইটভাটা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাটার চুল্লি, চিমনি ও কাঁচা ইট ধ্বংস করতে ৫টি ভেক্যু মেশিন ব্যবহার করা হয়েছে।

অভিযানে অংশ নিয়েছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ‘রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টি ভাটা অবৈধ। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। টানা ৭ দিন অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে পুনরায় চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।’

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর