Logo

সারাদেশ

সীতাকুণ্ডে আগুনে ২ পরিবার নিঃস্ব, অল্পের জন্য রক্ষা আশপাশের ঘরবাড়ি

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:২৫

সীতাকুণ্ডে আগুনে ২ পরিবার নিঃস্ব, অল্পের জন্য রক্ষা আশপাশের ঘরবাড়ি

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ঊমাচরণ মাতবর বাড়িতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, মৃত শতীন্দ্রনাথের দুই পুত্র প্রিয়লাল নাথ ও রঞ্জিত নাথের বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি। তবে দুটি ঘর ও আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার আহাম্মদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

তিনি আরও জানান, আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে পাশের ঘরগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।

মোহাম্মদ জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর