বাউফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:২৯
ছবি : বাংলাদেশের খবর
সড়ক শৃঙ্খলা বজায় রাখতে পটুয়াখালীর বাউফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বাউফল থানার সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা, ৩টি ব্যাটারি চালিত অটোরিকশাকে মোট তিন হাজার টাকা এবং ২টি ট্রলিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি মানববন্ধন হয়েছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল যানবাহন চলাচল। কয়েক দিন আগে একটি দুর্ঘটনাও ঘটেছে। তাই সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান নিয়মিতভাবে চলবে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস

