Logo

সারাদেশ

নড়াইলে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:৩২

নড়াইলে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলার গোবরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একজন অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ মুদি দোকানি সাইফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকান থেকে মালামাল সরাতে গিয়ে সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। আগুনে সঞ্জয় দাস ও আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর