Logo

সারাদেশ

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:০৩

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ডের কালিগঞ্জ স্টেশন থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য আনুমানিক ৩১ কোটি ৫০ লাখ টাকা। তবে জালের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায় কোস্টগার্ড।

পরবর্তীতে জব্দ করা জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। বোটের ক্রুদের কাছ থেকে মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষিদ্ধ মৌসুমে কারেন্ট জাল ব্যবহার, উৎপাদন, মজুদ ও পরিবহন সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। এসব জাল মাছের প্রজনন ধ্বংস করে জলজসম্পদে মারাত্মক প্রভাব ফেলে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর