Logo

সারাদেশ

কুমিল্লা-৬ আসন

হাজী ইয়াছিনের মনোনয়ন ফেরতের দাবিতে নারীদের বিক্ষোভে

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

হাজী ইয়াছিনের মনোনয়ন ফেরতের দাবিতে নারীদের বিক্ষোভে

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা নারীদের নেতৃত্বে বিক্ষোভে নেমেছেন।

বুধবার রাতে নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় আট হাজার নারী অংশ নেন।

মিছিলের শুরু থেকেই অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন—‘ইয়াছিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই’, ‘৮ এর প্রার্থী ৬ এ কেন—মানি না, মানবো না’, ‘আমি কে, তুমি কে—ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’, ‘জেল-জুলুম, কারাগারে—ইয়াছিন ভাই’। এসব স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

মিছিলে অংশ নেওয়া নারীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার বহন করে সড়ক অবরোধ করেন। তারা জানান, মনোনয়ন বঞ্চনা মেনে নেওয়া হবে না। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট বার্তা পাঠাতে চান তারা। তাদের উপস্থিতি রাজনৈতিক ক্ষোভের পাশাপাশি নারীদের রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

স্থানীয় নেতাদের অভিযোগ, মনোনয়ন পাওয়া প্রার্থী দীর্ঘদিন এলাকায় সক্রিয় ছিলেন না। অপরদিকে হাজী ইয়াছিন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয়ভাবে দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নেতাকর্মীদের পাশে ছিলেন। আইনি সহায়তা, চিকিৎসা খরচ, পারিবারিক সহায়তা এবং ঈদসহ বিশেষ উৎসবে সহযোগিতা দিয়ে তৃণমূলের আস্থা অর্জন করেছেন তিনি।

এ কারণে মনোনয়ন না পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, ‘আমাদের নেতা ইয়াছিন ভাই। অবিচার মেনে নেওয়া হবে না। আমরা তার পাশে আছি।’

বিক্ষোভে অংশ নেওয়া নেতৃবৃন্দের মতে, এই নারীবাহিত আন্দোলন কেবল রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের এক নতুন অধ্যায়। তারা আশা প্রকাশ করেন, নারীরা ভবিষ্যতে দলের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখবেন এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জোরালো করবেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দাবি জানান, হাজী ইয়াছিনের দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও তৃণমূল সংযোগ বিবেচনায় তার মনোনয়ন পুনর্বহাল করা হোক। তাদের মতে, বর্তমান প্রার্থী দীর্ঘদিন মাঠে না থাকায় তৃণমূল পর্যায়ে বিভাজন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, যা দলের সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর