খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার রামনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি কয়েকদিন আগে দেশে ফেরেন।
রূপসা থানার এসআই নাজমুল হাসান জানান, রাতে বাড়ির পাশে মাঠে অবস্থান করার সময় কয়েকজন দুর্বৃত্ত সোহেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বামপাশে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রূপসা থানার ওসি (তদন্ত) আবদুস সবুর খান বলেন, সোহেল রাতে রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।
এমবি

