Logo

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অগ্নিসংযোগ, লুটপাট

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৯

সোনারগাঁয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অগ্নিসংযোগ, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মোস্তফা নামে একটি কোম্পানির বালু ভরাট ও জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মোস্তফা নামে একটি কোম্পানির বালু ভরাট ও জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জলিল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আল মোস্তফা কোম্পানির বালু ভরাট ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাই— আব্দুর রউফ ও মো. জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে রউফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জলিল গ্রুপের সারোয়ার হোসেন ও সজীবের বাড়িসহ অন্তত ১২টি বাড়ি পুড়ে যায়।

অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজে কিছু সময় বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, জলিল ও তার লোকজন গত রাতে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারধর করেছে। হামলার অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, ঘটনায় জলিল গ্রুপই জড়িত, আমাদের ফাঁসানো হচ্ছে।

স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জলিল বলেন, রউফ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুট করেছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ বা জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় শেষ পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করে আগুন নেভানোর কাজ করছি।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই গ্রুপের প্রধান আব্দুর রউফ ও জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

মো. সজীব হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর