মানুষ ভোটের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে : বরিশালে সরোয়ার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০১
বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোটের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ধানের শীষে ভোট দিতে হবে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু লোক ষড়যন্ত্র করলে তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া, আলী হায়দার বাবুল, নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, আলহাজ্ব নুরুল আমিন, ফারজানা ইসলাম তিথিসহ জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সরোয়ার আরও বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের ভোট। প্রতিহিংসা রাজনীতি আমাদের দলের মধ্যে নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ শাসনের ১৬ বছর আমাদের ভোটের অধিকার বঞ্চিত করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগের দ্বারা নির্যাতন সহ্য করেছেন।
তিনি বলেন, আমাদের পালানোর কোনো জায়গা নেই। শেখ হাসিনা পালিয়েছে, বিএনপি কখনো পালায়নি। বাংলাদেশের মাটিতেই আমাদের থাকতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের শাসন আমলে মানুষ শোষিত হয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
সরোয়ার বলেন, মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন, বাকশাল তৈরি করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর বহু দলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে। আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, যার ফলে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। শেখ হাসিনা মানুষ মারতে দ্বিধাবোধ করেন না; যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই অনেক মানুষকে গুম করা হয়েছে, আজও বিএনপির নেতা ইলিয়াসকে খুঁজে পাওয়া যায়নি।
সরোয়ার আরও বলেন, বিএনপি বহু গণতন্ত্র চালু করেছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের উন্নয়ন হয়। তাই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করতে হবে। তার উপর অনেক অত্যাচার করা হয়েছে; আওয়ামী লীগ সরকার তাকে চিকিৎসা করতে দেয়নি। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে এবং কখনো রাতে ভোট দেয়নি, যেখানে আওয়ামী লীগ সরকার রাতের ভোট চালু করেছে। বিএনপির শাসন আমলে সবাই ভোট দিতে পেরেছে।
জেআই জুয়েল/এমবি

