বরিশালে পানি উন্নয়ন বোর্ডের দুই উপসহকারী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৪
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) দুই উপসহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম আবীর ও রফিকুল ইসলাম নাঈমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই প্রকৌশলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল।
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবুও যারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, তাদের বিদায় সবসময় আবেগের। আশা করি, নতুন কর্মস্থলেও তারা একই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
বিদায়ী প্রকৌশলীদের মধ্যে রফিকুল ইসলাম নাঈম বরগুনায় যোগদান করবেন, তার স্থলে বরিশাল সদর ডিভিশনে যোগ দেবেন উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম। অন্যদিকে, মোহাইমিনুল ইসলাম আবীর পটুয়াখালীতে যোগ দেবেন, তার স্থলে বরিশালে আসবেন পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন।
অনুষ্ঠানে উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ, প্রকৌশলী জহিরুল ইসলাম, মাহামুদুল কবির, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকত, বিল্লাল হোসেন, খাদিজা আক্তার, গোলাম কিবরিয়া ও আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- জেআই জুয়েল/এমআই

