জামায়াত জনগণের একমাত্র ভরসার জায়গা : অধ্যাপক ইলিয়াস
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৬
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা বলেছেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনগণের একমাত্র ভরসার জায়গা।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এ দেশের মানুষ নিরাপদে থাকবে এবং তাদের হারিয়ে যাওয়া ন্যায্য অধিকার ফিরে পাবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে আয়োজিত এক নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্যা তার বক্তব্যে জামায়াতে ইসলামীর স্বচ্ছতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, 'জনগণের কাছে পরিষ্কার, জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব।'
তিনি দৃঢ়ভাবে জানান, মানুষ বুঝতে শুরু করেছে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনসাধারণ নিরাপদে থাকবে, মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে এবং জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
সদর ইউনিয়ন শাখা জামায়াতের আমির মো. শাহাদাত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখা জামায়াতের সেক্রেটারি আক্তার হোসেন সভাটি সঞ্চালনা করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান ও উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান প্রমুখ। এসময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
- মিয়া রাকিবুল/এমআই

