সীতাকুণ্ডে বিএনপির ৩ নেতার সদস্য পদ স্থগিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব স্তরের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
স্থগিত হওয়া তিন নেতা হলেন— চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, স্থগিত হওয়া এই তিনজনই বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
এআরএস

