Logo

সারাদেশ

মানিকগঞ্জে অভিনব কায়দায় কুমির ধরল গ্রামবাসী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫

মানিকগঞ্জে অভিনব কায়দায় কুমির ধরল গ্রামবাসী

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর শাখা খাল থেকে একটি কুমিরকে অভিনব কায়দায় ধরেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে দড়ি ব্যবহার করে চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি ধরা হয়।

স্থানীয়রা জানান, গত সাত দিন ধরে কুমিরটি ওই খালে ঘোরাফেরা করছিল। বন বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় এলাকাবাসী নিজেরাই দড়ি দিয়ে কৌশলে কুমিরটিকে ধরে ফেলেন। খালের আশপাশে জনবসতি থাকায় কুমিরটি দেখা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, খালটিতে আরও কুমির থাকতে পারে।

এর আগে ধুলশুরা ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতেও কুমির দেখা গিয়েছিল বলে জানান অনেকে। তবে এবার ধরা পড়া কুমিরটি আগের দেখা কুমির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চৌকিঘাটা গ্রামের বাসিন্দা সাইদুল বলেন, ‘কয়েকদিন ধরে এলাকাবাসী কুমির দেখার কথা বলছিল। কেউ কেউ ভিডিওও তুলেছিল। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

একই এলাকার মুন্নু মিয়া বলেন, ‘আজকে যে কুমিরটি ধরা হয়েছে, সেটিকে আগেও দেখা গিয়েছিল। আশেপাশে অনেক বাড়িঘর থাকায় ভয় পেয়ে আমরা নিজেরাই কৌশলে কুমিরটিকে ধরেছি। পরে নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।‘

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারে ব্যবস্থা নেবেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর