ভেড়ামারায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১০
ছবি : বাংলাদেশের খবর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের গোডাউন মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও অধ্যাপক শহীদুল ইসলামের ছবি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা রাস্তাজুড়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন।
‘রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই’, ‘হামলা-মামলার স্বীকার শহীদুল, তোমায় ছেড়ে যাব না’— এসব স্লোগানে র্যালির পুরো পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলসহ প্রায় চার দশক ধরে ভেড়ামারা-মিরপুরে বিএনপি তথা ধানের শীষের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন অধ্যাপক শহীদুল ইসলাম। স্থানীয় বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী।
বক্তারা অভিযোগ করেন, আসন্ন সংসদ নির্বাচনে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে, যা দলের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত। তারা ঘোষিত মনোনয়ন বাতিল করে শহীদুল ইসলামকে পুনরায় প্রার্থী করার দাবি জানান।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আকরামুজ্জামান আরিফ/এআরএস

