ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৩
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে উপজেলার দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যার দিকে উভয় পক্ষ টর্চলাইটের আলো জ্বেলে দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনা থেকে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে দুই গ্রামের শতাধিক লোক টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে খোলা ধানক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মো. রিমন খান/এআরএস

