জনগণের বিরুদ্ধে চক্রান্তকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : খায়রুল কবির
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৮
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে বা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আর রাজনীতির মাঠে টিকতে পারবে না।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, ‘আমি মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা অবিলম্বে সব ধরনের ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনমুখী হবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রায় শামিল হবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—এটাই জনগণের অধিকার। যোগ্য ও সৎ প্রার্থীকে জনগণ নির্বাচিত করবে। যারা বিগত দিনে জনগণের পাশে থেকে উন্নয়নের কাজ করেছেন—স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অবদান রেখেছেন—তাদেরই জনগণ জাতীয় সংসদে পাঠাবে।’
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, এম এ জলিল, হারুন-অর রশিদ, আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারুক উদ্দিন ভূঁইয়া ও বিজি রশিদ নওশেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সুমন রায়/এআরএস

