Logo

সারাদেশ

ফেনীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিনোদন স্পট কাজীরবাগ ইকো-পার্ক

Icon

এম. এমরান পাটোয়ারী

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:১২

ফেনীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিনোদন স্পট কাজীরবাগ ইকো-পার্ক

ফেনী শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ফেনী-পরশুরাম সড়কের পাশে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে সবুজ টাইলস দিয়ে গড়ে ওঠা দৃষ্টিনন্দন গেইট, যার পিঠে লেখা আছে ‘কাজীরবাগ ইকো-পার্ক, ফেনী’। গেইট পার হলেই সবুজ বন-বনানীর এক কোণে ময়ূরের নাচা-নাচি। সামনের পথ ধরে এগোতে গেলে দেশীয় নানা প্রজাতির ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যটকের মনকে করে তোলে মাতোয়ারা।

ফেনী বন বিভাগের আওতাধীন কাজীরবাগ ইকো-পার্ক ফেনীর একমাত্র বিনোদন কেন্দ্র, যেখানে প্রকৃতির মনোহর পরিবেশ দর্শনাথীদের মন জুড়ে রাখে। বন বিভাগের উদ্যোগে তৈরি এই পার্কে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের ফুল, কৃত্রিম লেক এবং নানা প্রজাতির জীব-বৈচিত্র্য।

পার্কটি ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় সরকারি পাঁচ একর জায়গায় তৈরি। এখানে দর্শনার্থীদের বসার বেঞ্চ, ছায়ার জন্য ছাতা, হরিণ, বানর, ময়ূর, খরগোশ, তিতির, রাজ হাঁসসহ বিভিন্ন প্রজাতির পশুপাখির জন্য বেষ্টনী রয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে শিশু কর্ণার, মেরি গো রাউন্ড, দোলনা, পুকুরে নৌকা ভ্রমণ এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য বোটানিক্যাল গার্ডেন করা হয়েছে।

পার্কের শেষ প্রান্তে পশুপাখির জন্য আলাদা চিড়িয়াখানা রয়েছে। মাঝখানে ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান, নার্সারি সেন্টার, বনজ, ফলদ, ঔষুধী এবং বিরল প্রজাতির গাছের সমন্বয়ে বোটানিক্যাল গার্ডেন এবং সৌন্দর্য্যবর্ধক ফুলের বাগান তৈরি করা হয়েছে।

পুকুরের চারপাশে চারটি পাকা ঘাট, মাঝখানে ফোয়ারা এবং পুকুরে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। পার্কের মূল আকর্ষণ হচ্ছে ৫০ ফুট উঁচু পর্যবেক্ষণ টাওয়ার, যেখানে দর্শকরা আশপাশের গ্রাম ও সবুজ প্রকৃতির দৃশ্য এক নজরে উপভোগ করতে পারেন।

পার্কে আসা দর্শনার্থীরা জানান, প্রকৃতির সঙ্গে একাকার হয়ে সময় কাটানোর জন্য এটি এক অনন্য বিনোদন স্পট। ফেনীতে এত বিশাল এবং নিরিবিলি প্রকৃতি সম্পন্ন জায়গা আর নেই।

ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ জানান, পার্কটি সরকারের সামাজিক বনবিভাগের উদ্যোগে জনসাধারণের বিনোদনের জন্য তৈরি। দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এ পার্কে প্রতিদিন আসে।

সামাজিক বন বিভাগের ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, পার্কের মূল উদ্দেশ্য প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন এবং স্থানীয় জনসাধারণের বিনোদন নিশ্চিত করা। তিনি জানান, গত অর্থবছরে পার্ক থেকে ১৫,৬৮,৬৫৩ টাকা রাজস্ব আয় হয়েছে। পার্কের ড্রেনেজ ব্যবস্থা, বর্ষার জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিকায়ন করা হলে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে।

পার্কে আরো কিছু শিক্ষণীয় রাইড, বর্ষাকালে ছাউনির ব্যবস্থা ও প্রতিটি গাছের পরিচিতি নেমপ্লেট স্থাপন করা গেলে দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে। কাজীরবাগ ইকো-পার্ক প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ও প্রশান্তি খুঁজে পেতে আসার জন্য ফেনীর এক অনন্য স্থান।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর