Logo

সারাদেশ

মাদারীপুর-১

মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে বিএনপির বিশাল সমাবেশ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৩

মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে বিএনপির বিশাল সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজারো নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অবিলম্বে প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।

জানা যায়, গত ৩ নভেম্বর সারাদেশের ২৩৭টি আসনের জন্য মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি। মাদারীপুর-১ (শিবচর) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ৪ নভেম্বর বিকেলে বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণে তার মনোনয়ন স্থগিত করা হয়।

দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ চলেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা।

এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ন আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছিলেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল খেটেছে এবং জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তার নির্দেশ অনুযায়ী আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমি বিশ্বাস করি, দল আমার মনোনয়ন পুনরায় অনুমোদন করবে। আপনারা প্রস্তুত থাকুন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর