চকরিয়ায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ২টি চোরাই হাইয়েস গাড়ি জব্দ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:২৬
চকরিয়ায় গরুচুরি ও ডাকাতির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে দুইটি চোরাই হাইয়েস গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন— চৌঁয়ারফাড়ির পূকখালী এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫), একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে সেলিম (৩৫), পূর্ব বড় ভেওলা ঈদমনি এলাকার আকতার আহমদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও শাহারবিল কোরালখালী এলাকার নুরুর ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১)।
নাছির উদ্দিন ও শাহীনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতির মামলা এবং শাহীন এর বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তাদের পেশা গরুচুরি ও ডাকাতি। তারা আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় গরুচুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে।
চক্রের ব্যবহৃত দুটি চোরাই হাইয়েস গাড়িও জব্দ করা হয়েছে।
মুহাম্মদ তৌহিদুল ইসলাম/এমএইচএস

