Logo

সারাদেশ

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৯

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস এ সংক্রান্ত খবর পায়। চার মিনিট পর ১১টা ৪৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিনির্বাপণে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের৭টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর