সীতাকুণ্ডে ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ট্রেনের লাইনচ্যুত বগি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৬:২৭
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ।
শনিবার (৮ নভেম্বর) ভোরে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
চট্টগ্রাম রেলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ৫টা থেকেই উদ্ধার ও লাইন সংস্কার কাজ শুরু করা হয়।’
তিনি আরও বলেন, ‘ত্রুটিপূর্ণ স্লিপারের কারণেই বগিটি লাইনচ্যুত হতে পারে। তবে সঠিক কারণ উদ্ঘাটনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
রেলওয়ের কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগির কারণে প্রায় ১৫০ ফুট রেললাইনের ঢালাই স্লিপার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা উদ্ধার কাজ ও লাইন মেরামতে ব্যস্ত রয়েছেন।
দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ দল কাজ করছে। উদ্ধার ও লাইন সংস্কার কাজ শেষ হলে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডিআরএম মোস্তাফিজুর রহমান আরও জানান, বিকেল ৫টার মধ্যে লাইন সচল করা সম্ভব হবে বলে আশা করছি। বর্তমানে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি চিনকি আস্তানা স্টেশনে অবস্থান করছে। গার্ড বগি সংযুক্ত হওয়ার পরই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
- মোহাম্মদ জামশেদ আলম/এমআই

