Logo

সারাদেশ

শ্রীপুরে বিশেষ অভিযানে ৩ ডাকাতসহ গ্রেপ্তার ১২

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

শ্রীপুরে বিশেষ অভিযানে ৩ ডাকাতসহ গ্রেপ্তার ১২

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযানে তিন ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযানে তিন ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৮ নভেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীপুর এলাকায় ডাকাতি, চুরি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশের তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতভর পরিচালিত বিশেষ অভিযানে ৩ জন ডাকাত, কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযান অব্যাহত থাকবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর