বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মোটরসাইকেল শোভাযাত্রা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২১:১৯
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের উল্কা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী, দুর্গাহাটা ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইলে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেল অংশ নেয় এ শোভাযাত্রায়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও পোস্টার হাতে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেন। পথে হাট-বাজারের লোকজন হাত নেড়ে তাদের স্বাগত জানান।
শোভাযাত্রায় অংশ নেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলীর সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় নেতারা।
শোভাযাত্রা শেষে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে গোলাম রব্বানী বলেন, ‘বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। এ দেশ চলবে আল্লাহর আইনে। আগামী নির্বাচনে সৎ মানুষদের সংসদে পাঠাতে হবে, যারা কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে।’
তিনি আরও বলেন, ‘জুলুম-নির্যাতনে অতিষ্ঠ শিক্ষার্থীরা আজ ঘুরে দাঁড়িয়েছে। তারা ইসলামপন্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হচ্ছে। বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লার বিপুল বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির ও আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, ‘কলাকোপা থেকে কাগইল পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে আজকের শোডাউন প্রমাণ করেছে-মানুষ উন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ চায়। জনগণ গোলাম রব্বানীর পক্ষে একত্রিত হয়েছে।’
- জুয়েল হাসান/এমআই

