Logo

সারাদেশ

শ্রীপুরে হাতকড়া পরা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯

শ্রীপুরে হাতকড়া পরা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মনির হোসেন (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া কাচারীপাড়া মাদ্রাসা সংলগ্ন গুরজত আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শ্রীপুর থানা সূত্রে জানা যায়, ওই রাতে এসআই বাশার সঙ্গীয় ফোর্সসহ ধনুয়া আনসার রোড এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও অনুসারীরা পুলিশের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মনির হোসেনকে থানায় নেওয়ার পথে ধনুয়া টু নয়নপুর সড়কের ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে তার আত্মীয়স্বজন ও অনুসারীরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ এলাকায় অভিযান চালালেও আসামিকে পুনরায় আটক করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, হাতকড়া পরা অবস্থায় একজন আসামিকে ছিনিয়ে নেওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামিকে দ্রুত পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর