এলটিজেএ নির্বাচন : সভাপতি লাডলা, সম্পাদক জুয়েল
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫৯
লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এলটিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা পুনরায় নির্বাচিত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এলটিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনার পরে প্রধান নির্বাচন কমিশনার ও দীপ্ত টিভির প্রতিনিধি মাহমুদুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর সদস্যদের সঙ্গে বিজয়ীরা মোটরসাইকেলে শহর প্রদক্ষিণ করেন।
নবগঠিত এ কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-
সহসভাপতি আলতাফুর রহমান (গাজি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ নয়ন (আরটিভি), কোষাধ্যক্ষ সুমন খান (মোহনা টিভি), সাংগঠনিক সম্পাদক ইলিয়াশ বসুনিয়া পবন (বাংলা টিভি), দপ্তর সম্পাদক মাহফুজ রহমান (ইন্ডিপেন্ডেন্ট টিভি), প্রচার সম্পাদক নিয়াজ আহমেদ সিপন (ডিবিসি নিউজ), কার্যকরী সদস্য আব্দুর রহিম ও মহসীন ইসলাম শাওন।
নতুন এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি

