ফেনী-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৮ নভেম্বর) ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী।
শোভাযাত্রা শেষে দলটির মনোনীত সংসদ প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ মিলেমিশে থাকবে। অতীতের মতো হানাহানি নয়, আমাদের লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ।’
শনিবার দিনব্যাপী এ শোভাযাত্রা ফুলগাজীর বন্ধুয়া ব্রিজ থেকে শুরু হয়ে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক হয়ে ফুলগাজী বাজার, পরশুরাম বাজার প্রদক্ষিণ করে বাঁশপদুয়া গ্রামে পৌঁছে। সেখান থেকে গুথুমা সড়ক হয়ে ক্যাপ্টেন লিক সড়ক দিয়ে ছাগলনাইয়ার পাঠাননগরের রাস্তার মাথায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শোভাযাত্রায় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, পরশুরাম উপজেলা আমির মাওলানা আবদুল হালিম, ফুলগাজী উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা আমির মাওলানা আজাদ হোসেন এবং পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমদাদ হোসাইনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন কর্মীরা।
জামায়াতের প্রার্থী ঘোষণার পর ফেনী-১ আসনে এটিই দলের প্রথম নির্বাচনী শোডাউন।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয় পান জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। সর্বশেষ ২০২৪ সালের ৮ জানুয়ারির একতরফা নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

