৩ দফা দাবিতে নওগাঁয় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৪:৩৮
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশের মতো নওগাঁ জেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রোববার (৯ নভেম্বর) থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বানে এ কর্মসূচি চলছে।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি পূরণ হয়নি। এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন। সে সময় রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করা হয়। এতে বহু শিক্ষক আহত হন। সেই ঘটনার প্রতিবাদ এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবার তারা কর্মবিরতিতে গেছেন।
নওগাঁর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে।’
এম এ রাজ্জাক/এআরএস

