Logo

সারাদেশ

দিনাজপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৪:৪২

দিনাজপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকায় নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

নিহত সিমি আক্তার ওই এলাকার রমিনের স্ত্রী। জীবিকার তাগিদে রমিন বর্তমানে ঢাকায় কাজ করছেন।

নিহতের পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে শাশুড়ির সঙ্গে সিমির মনোমালিন্য চলছিল। এর জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ওসি নাজমুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর