Logo

সারাদেশ

বরগুনার নতুন জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৪:৪৬

বরগুনার নতুন জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ

বরগুনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ কুমার সিংহ।

বরগুনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ কুমার সিংহ। এর আগে তিনি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়। সন্দ্বীপ কুমার সিংহ ২০২২ সালের ৩ জানুয়ারি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। উভয় কর্মকর্তা বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য।

বরগুনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার রাতে ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি করেছে এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে।

খান নাঈম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জেলা প্রশাসক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর