Logo

সারাদেশ

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৫:২৫

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বেলাল হোসেন পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আবুল কালাম ও মৃত গুরাধন বিবির ছেলে।

ঘটনাস্থলে দেখা যায়, বাজারের প্রবেশমুখে সেমিপাকা উন্মুক্ত সেডের মেঝেতে বেলালের রক্তাক্ত দেহ পড়ে ছিল। কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাতের কারণে তার মাথা থেতলে গেছে ও কান ছিঁড়ে গেছে। পাশেই ছিল হত্যায় ব্যবহৃত কাঠের টুকরা, খুচরা পয়সা ও ব্যবহৃত স্যান্ডেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়েছে।

মীরেরহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম বলেন, ‘বেলাল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রাতে বাজারেই থাকতেন। এতে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের কার্যক্রমে বাধা সৃষ্টি হতো। সম্ভবত এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, রাতে বাজারে বাইরের এলাকার কিছু যুবক আড্ডা দিত, যা বাজারের দারোয়ানরা নজরদারি করতেন। ঘটনার রাতে সিএনজি চালক সংগঠনের উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, যা রাত ১টার দিকে শেষ হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সার্কেল) লাবিব আবদুল্লাহ ও ওসি মজিবুর রহমান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা বেলাল হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর