কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৫:২৭
ছবি : বাংলাদেশের খবর
দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার (৯ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।
সকাল থেকে উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী বাড়ি ফিরে যান।
এ উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকরা অফিস কক্ষে অবস্থান নিয়েছেন।
শিক্ষকেরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।
এআরএস

