Logo

সারাদেশ

কিশোরগঞ্জে পুলিশের তল্লাশি, ১৩ নভেম্বরের নাশকতা প্রতিরোধে সতর্কতা

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৬:১৪

কিশোরগঞ্জে পুলিশের তল্লাশি, ১৩ নভেম্বরের নাশকতা প্রতিরোধে সতর্কতা

ছবি : বাংলাদেশের খবর

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে দেখা গেছে, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহজনক বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ও চালকের দেহ তল্লাশি করছে। এছাড়া গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানতে চাইছে, কেউ কি ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে কি না। এছাড়া যাচাই করা হচ্ছে, যানবাহনে অবৈধ অস্ত্র, ব্যানার বা লিফলেট আছে কিনা। পথচারীদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও চার্জপয়েন্টের সামনে ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতদিন ঝটিকা মিছিল বের করছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ পালনের ঘোষণা দিয়েছেন।

১৩ নভেম্বরকে ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ‘যেকোনো নাশকতা প্রতিরোধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর